147
প্রতিনিধি, গন্ডাছড়া ১১ নভেম্বর:- আসন্ন শ্যামা মায়ের পূজোকে সামনে রেখে গন্ডাছড়া আরক্ষা প্রশাসনের উদ্যোগে শনিবার স্বচ্ছ ভারত অভিযান করা হয়। এদিন আরক্ষা কর্মীরা গন্ডাছড়া বাজার ব্যবসায়ীদের সাথে নিয়ে গন্ডাছড়া হাসপাতাল চৌমুহনি থেকে শুরু করে একে একে গন্ডাছড়া থানা চৌমুহনী, গন্ডাছড়া বাজার সহ অটো স্ট্যান্ড পর্যন্ত সাফাই অভিযান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া থানার সেকেন্ড অফিসার মনি ঋষি দাস, সাব-ইন্সপেক্টর কাজল দেবনাথ, গন্ডাছড়া মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক তরুণ দেবনাথ প্রমূখরা। এদিন গন্ডাছড়া থানার পুলিশ কর্মীরা এত কর্মব্যস্ততার মধ্যেও যেভাবে স্বচ্ছ ভারত অভিযানের মত একটি গুরুত্বপূর্ণ সামাজিক কাজে এগিয়ে এলেন তা সত্যি প্রশংসার দাবি রাখে।