প্রতিনিধি, বিশালগড় , ১১ নভেম্বর।। হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে পরলোক গমন করেছেন যুব মোর্চার চড়িলাম মন্ডল সম্পাদক দোলন ভৌমিক। শুক্রবার তাঁর অকাল প্রয়াণ ঘটে।শোক সাগরে নিমজ্জিত দলের কার্যকর্তা এবং পরিবার পরিজন। শনিবার শোকাহত পরিবারের পাশে দাঁড়ান প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। শনিবার তিনি ছুটে যান প্রয়াতের বাড়িতে। শোকগ্রস্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। শুক্রবার নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে যান চড়িলাম মণ্ডল যুব মোর্চার সম্পাদক দোলন ভৌমিক।
বিকালে দলীয় কার্যকর্তাদের অন্তিম শ্রদ্ধা জ্ঞাপনের পর শিখরিয়ায় শেষকৃত্য সম্পন্ন হয়।
শনিবার প্রয়াত যুব মোর্চার কার্যকর্তার বাড়িতে গিয়ে গভীর শোক প্রকাশ করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। তিনি বলেন দোলন ভৌমিক একনিষ্ঠ কার্যকর্তা ছিলেন। অত্যন্ত সততার সঙ্গে সংগঠন করতেন। সবাইকে একদিন যেতে হবে। কিন্তু তাঁর এই অল্প বয়সে চলে যাওয়া অত্যন্ত বেদনার। তাঁর অকাল প্রয়ানে দলের অপূরনীয় ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
প্রয়াত যুব মোর্চার সম্পাদকের বাড়িতে যীষ্ণু
146