Home » ধর্মনগর পুরো পরিষদের উদ্যোগে শহরে চলছে দীপাবলি উপলক্ষে মম এবং প্রদীপের বাজার।

ধর্মনগর পুরো পরিষদের উদ্যোগে শহরে চলছে দীপাবলি উপলক্ষে মম এবং প্রদীপের বাজার।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগরে বেশ কয়েক বছর যাবত চলছে দিপাবলি উপলক্ষে স্ব সহায়কগোষ্ঠীর বোনেদের এবং মায়েদের দ্বারা নিজেদের হাতে বানানো মোম এবং প্রদীপের বাজার। এই স্বসহায়ক গোষ্ঠীর বোনেদের এবং মায়েদের এই রোজগারের পথটি বেছে দিয়েছে ধর্মনগর পুরো পরিষদ। পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সাংবাদিকদের জানান ধর্মনগরে এই ধরনের মোট তিনটি স্টল খোলা হয়েছে। এই স্টল গুলিতে 1600 থেকে 2000 মা বোনেরা তাদের নিজেদের হাতে বানানো মোম এবং প্রদীপের পসরা নিয়ে বসেছে। চেয়ারম্যান আরো জানান এবার ২৫ লক্ষ টাকার মোম এবং প্রদীপ বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে পুরো পরিষদ বাজারে অবতীর্ণ হয়েছে। সবাইকে অর্থাৎ প্রতিটি ধর্মনগরবাসীকে তাদের এই মোম এবং প্রদীপ কিনে মা-বোনেদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতির জন্য আহ্বান জানিয়েছেন। রংবেরঙে সেজে উঠেছে স্ব সহায়ক গোষ্ঠীর স্টল গুলি। ধর্মনগরে দীপাবলীর আনন্দে মানুষকে এবং মানুষের বাড়িঘর ও দোকানগুলিকে সাজিয়ে তুলবে এই স্ব সহায়ক গোষ্ঠীর স্টল গুলির দ্বারা নির্মিত মোম ও প্রদীপ। বাজারে যে চাইনিজ বাতিগুলি রয়েছে সেগুলিকে বর্জন করে আমাদের দেশীয় অর্থাৎ লোকাল ফর ভোকাল নীতিতে বিশ্বাসী হয়ে মোম ও প্রদীপ ক্রয় করার জন্য সাধারণ ধর্মনগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

You may also like

Leave a Comment