প্রতিনিধি,গন্ডাছড়া ১১ নভেম্বর:- ত্রিপুরা সরকারের খাদ্য ও জনসংবরন দপ্তরের ঘোষনা মোতাবেক শুক্রবার এই উৎসবের মরশুমে জনগণের জন্য ভর্তুকি মূল্যে খাদ্য সামগ্রী ও সরিষা তেল বিতরণ করা হয়। এদিন গন্ডাছড়া মহকুমায় তার শুভ সূচনা হয়। এই উপলক্ষে মহকুমার নারায়ণপুর ন্যায্য মূল্যের দোকানে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ভোক্তাদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ৮ নং গঙ্গানগর- গন্ডাছড়া কেন্দ্রের এমডিসি ভূমিকানন্দ রিয়াং, গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস, মহকুমা খাদ্য দপ্তরের অধিকর্তা তরুণী সেন ত্রিপুরা, সমাজসেবী বিকাশ চাকমা, আদিত্য সরকার, গোপাল সরকার, মাইধম রাম রিয়াং, জগৎ শর্মা প্রমুখরা। সেখানে আলোচনা করতে গিয়ে তরুণী সেন ত্রিপুরা বলেন প্রতিটি ন্যায্য মূল্যের দোকানে প্রত্যেক কার্ড হোল্ডারকে তিন মাস অন্তর অন্তর এক লিটার করে সরিষার তেল ১১৩ টাকা দরে দেওয়া হবে। তিনি বলেন চলতি নভেম্বর মাসে যেসব কার্ড হোল্ডাররা ন্যায্য মূল্যের দোকান থেকে ইতিমধ্যে অন্যান্য সামগ্রী নিয়ে গেছেন তাদেরও আগামী ডিসেম্বর মাসে সরিষার তেল নেওয়ার সুযোগ থাকবে। এভাবে তিন মাস অন্তর অন্তর প্রতিটি কার্ড ফোল্ডার এই সুবিধা পাবেন। সরকারের এই সিদ্ধান্তে খুশি এলাকার ভোক্তা সাধারণ।
180