Home » দেওয়ালি উৎসবকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে ।

দেওয়ালি উৎসবকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে ।

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ এই বছরের দেওয়ালি উৎসবকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে । এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতাবাড়ি মেলা কমিটির চেয়ারম্যান অভিষেক দেবরায় , গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় , গোমতী জেলা শাসক তড়িৎ চাকমা ও গোমতির জেলা পুলিশ সুপার নমিত পাঠক এবং মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন সেন সহ প্রমূখ। সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান অভিষেক দেবরায় জানান , ১২ তারিখ সন্ধ্যায় এই বছরের তিন দিনব্যাপী শুরু হওয়া দেওয়ালি মেলার শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । এই দেওয়ালি মেলাকে কেন্দ্র করে গোটা মাতারবাড়ি মন্দিরকে বিভিন্ন ফুল দিয়ে সাজানো হবে। এছাড়া আলোক রোশনায় সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দিরকে। মেলায় এলইডি স্কিন থাকছে বিভিন্ন জায়গায়। তাছাড়া ৮০০ স্বেচ্ছাসেবক সহ এই বছরই প্রথম সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে গোটা মেলা চত্বরে ‌ । মেলার তিন দিন থাকছে নানা সংস্কৃতি অনুষ্ঠান। এদিন অর্থমন্ত্রী বলেন , এই বছর মেলা দেখার জন্য দর্শকদের কাছে আরও বেশি বড় পরিসরে গড়ে তোলা হয়েছে গোটা মেলা চত্বর। বিশেষ রেলের ব্যবস্থা করা হয়েছে এই বছর । তাছাড়া রাজ্য ও বহি:রাজ্য থেকে আসা সাধুদের জন্য বিশেষভাবে খাওয়ার দেওয়া হবে মেলার তিন দিন । সব মিলিয়ে গোটা মন্দির চত্বর এলাকার নানা আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে । এই দিনের সংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে গোটা রাজ্য ও দেশবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন এই বছরের দেওয়ালি মেলায় আসার জন্য ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ‌ ।

You may also like

Leave a Comment