Home » মোহন্ত মহারাজের আগমনকে ঘিরে গন্ডাছড়া রাম ঠাকুর মন্দিরে প্রস্তুতি

মোহন্ত মহারাজের আগমনকে ঘিরে গন্ডাছড়া রাম ঠাকুর মন্দিরে প্রস্তুতি

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ১০ নভেম্বর:- আগামী ১১ নভেম্বর ২০২৩ ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় ঠাকুর নির্দেশিত কৈবল্য ধামের সপ্তম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালিপদ ভট্টাচার্য গন্ডাছড়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে শুভ পদার্পণ করবেন। এদিন উনি নাম প্রত্যাশীদের মধ্যে এক গ্রুপে শ্রীনাম বিতরণ করবেন। শেষে উনি অন্য আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করবেন। শুক্রবার গন্ডাছড়া রাম ঠাকুর আশ্রম কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এদিন আশ্রম কমিটির পক্ষ থেকে এলাকার সর্বস্তরের মানুষের কাছে বিনম্রভাবে আহ্বান জানানো হয় শুক্রবারের মধ্যে নাম প্রত্যাশীদের রেজিস্টার খাতায় নাম নথিভুক্ত করার এবং যথা সময়ে রাম ঠাকুর সেবা মন্দিরে উপস্থিত থেকে ঠাকুরের স্নেহধন্য হবার জন্য।শনিবার নাম বিতরণ শেষে মোহন্ত মহারাজ আশ্রম প্রাঙ্গনে ভক্তবৃন্দদের মাঝে ঠাকুর প্রসঙ্গে আলোচনা করবেন। মহারাজের আগমনকে ঘিরে গন্ডাছড়া রাম ঠাকুর আশ্রমকে সাজিয়ে তোলা হচ্ছে এবং ভক্তবৃন্দদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

You may also like

Leave a Comment