Home » মানবাধিকার সুরক্ষায় – সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা অনুষ্ঠান

মানবাধিকার সুরক্ষায় – সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা অনুষ্ঠান

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া।১০ই নভেম্বর।মেলাঘর পূর্ব চন্ডীগড় স্থিত ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক অভিযান সংস্থার উদ্যোগে এবং ত্রিপুরা মানবাধিকার কমিশনের সহায়তায় আজ খোয়াই জেলার তেলিয়ামুড়ায় অবস্থিত জেলা ফরেস্ট অফিস কার্যালয়ের কনফারেন্স হলে মানবাধিকার সুরক্ষায় – সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা অনুষ্ঠান সংগঠিত করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যানী রায়।

এই সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানে  তেলিয়ামুড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নাগরিক বৃন্দ, তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবন থেকে NSS স্বেচ্ছাসেবক,  তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন থানার পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মী, আশা কর্মি, অঙ্গনোয়াড়ী কর্মি, বন দফতরের বিভিন্ন আধিকারিকগন, মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার SHG সদস্যাগন মিলে প্রায় 320 জন লোকের সমাগম ঘটে। মানবাধিকার কমিশন কিভাবে জনগণদেরকে সুশাসন উপহার দিতে পারে এবং জনগণ কিভাবে মানবাধিকার কমিশনের কাছ থেকে আইনের শাসন পেতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা রাখেন উপস্থিত অতিথিবর্গ গন। 

 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দের্ব্বমা,  মানবাধিকার কমিশনের সদস্যগন সুবীর চন্দ্র সাহা এবং বিমল কান্তি বায়, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, কমিশনের সচিব রতন বিশ্বাস কমিশনের ডেপুটি পুলিশ সুপার লালহিম মলসুম এবং সংস্থার সহ-সভাপতি রুপক শর্মা প্রমুখ গন উপস্থিত ছিলেন।

উপস্থিত সমস্ত অতিথিবর্গরা মানবাধিকার কমিশনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে উপস্থিত প্রতিনিধিদের সামনে আলোচনা ব্যক্ত করেন। কোথাও আইনের শাসন বিঘ্নিত হলে মানবাধিকার কমিশন কিভাবে ভূমিকা পালন করবে, মানবাধিকার কমিশন মিলিতভাবে সমাজে সুন্দর পরিবেশ বজায় রাখবে সেই বিষয়ে আলোচনা রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন সংস্থার সচিব তথা জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত লিটনশীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার

You may also like

Leave a Comment