Home » গন্ডাছড়া থানায় বসে আঁকো প্রতিযোগিতা

গন্ডাছড়া থানায় বসে আঁকো প্রতিযোগিতা

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ১০নভেম্বর:- প্রত্যেক বছরের ন্যায় এ বছরও গন্ডাছড়া আরক্ষা দপ্তর শ্রী শ্রী শ্যামা মায়ের পুজোর আয়োজন করতে যাচ্ছে। মায়ের পূজাকে সামনে রেখে তারা একগুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নেয়। শুক্রবার বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। এদিন থানার কালি মন্দির প্রাঙ্গনে এলাকার প্রায় ১৫০ জন কচিকাঁচা শিল্পী বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। থানার সেকেন্ড অফিসার জানান প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে তাদের পুজোর দিন এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। তিনি আরো জানান শনিবার গন্ডাছড়া বাজারসহ আশপাশ এলাকায় সাফাই অভিযান করা হবে। এরপর একে একে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ ,শহীদ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। তাছাড়াও মহকুমা এলাকার কর্মরত সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। গন্ডাছড়া আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয় এবং সবাই যেন সুন্দরভাবে পূজার আনন্দ উপভোগ করে এই কামনা করা হয়।

You may also like

Leave a Comment