Home » ব্লক ভিত্তিক কৌশল মেলা ২০২৩-২৪ এর উদ্বোধন

ব্লক ভিত্তিক কৌশল মেলা ২০২৩-২৪ এর উদ্বোধন

by admin

প্রতিনিধি, কল্যাণপুর:

একটা সময়ে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ স্বসহায়ক দলগুলোর সুবিধা থেকে বঞ্চিত ছিল, বিশেষ করে স্বনির্ভর হওয়ার জন্য স্ব সহায়ক দল গঠন করে কিভাবে সংঘটিতভাবে সরকারি বিভিন্ন পরিকল্পনার সুযোগ গ্রহণ করা যেতে পারে,সেই সুযোগ থেকে বিভিন্ন কারণে রাজ্যের আপামর অংশের জনগণ বিশেষ করে মহিলারা প্রায় বঞ্চিত ছিল। তবে ২০১৮ সালের পর থেকে চিত্র পরিবর্তিত হয়েছে। বর্তমানে শুধু কল্যাণপুর ব্লক এলাকা না, গোটা রাজ্যের একটা বিরাট অংশের মা-বোনেরা স্বসহায়ক দলের মধ্য দিয়ে নিজেরা স্বনির্ভর হওয়ার পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে বলিষ্ঠ করার পথে এগিয়ে চলেছে দৃঢ়ভাবে। এই ইতিবাচক পরিবর্তনের জন্য টি আর এল এম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, তবে এখানে থেমে থাকলে চলবে না আগামী দিনে এই সাফল্যকে পাথেয় করে আগামী দিনে গোটা রাজ্যকে স্বনির্ভর করার জন্য আরো বলিষ্ঠভাবে সম্মিলিত ভূমিকা পালন করতে হবে। কল্যাণপুর আর ডি ব্লক প্রাঙ্গনে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার অন্তর্গত ব্লক ভিত্তিক কৌশল মেলা ২০২৩-২৪ এর উদ্বোধন করে কথাগুলো বলছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। পাশাপাশি শ্রী দাস চৌধুরী এই সময়ের মধ্যে গোটা কল্যাণপুর ব্লক এলাকায় যেভাবে টিআরএল‌এম এর ব্যবস্থাপনায় স্বসহায়ক দলগুলোর বিস্তার বা প্রসার ঘটছে, সেই বিষয়গুলো নিয়ে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। উল্লেখ্য পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ অর্থাৎ ১০ই নভেম্বর কল্যাণপুর ব্লক প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার অন্তর্গত ব্লক ভিত্তিক কৌশল মেলা ২০২৩-২৪ ইং। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার ট্রেইনার সন্দীপ দেবনাথ, ছিলেন কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাজীব চন্দ্র পাল, ব্লকের বিডিও হিমেন্দু বিকাশ পাল, টিআর‌এলএমের খোয়াই জেলার কোর্ডিনেটর চাঁদনী গাঙ্গুলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ। অনুষ্ঠানের শুরুতেই স্বসহায়ক দলের সদস্যদের তরফ থেকে নিজেদের হাতে তৈরি বিশেষ সামগ্রী সম্মানিত অতিথিদের উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এদিকে এই সংশ্লিষ্ট কৌশল মেলায় কর্মসংস্থানের লক্ষ্যকে সামনে রেখে একাধিক সংস্থা নিজেদের স্টল যেমন খুলেছে, ঠিক এর পাশাপাশি বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যরা বিভিন্ন প্রকারের উৎপাদিত সামগ্রী নিয়ে গোটা আয়োজনকে আলোড়িত করেছে। এই উদ্বোধনী মঞ্চকে মনোজ্ঞ সংগীত পরিবেশনার মধ্য দিয়ে রোমাঞ্চিত করে শিল্পী জয়দীপ সিনহা সহ তন্ময় বনিক।

You may also like

Leave a Comment