প্রতিনিধি,গন্ডাছড়া ১০ সেপ্টেম্বর:- ৫০ বছরেও সুষ্ঠু পুনর্বাসন পেল না ডুম্বুরের উদ্বাস্তুরা। ১৯৬৮ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গোমতী জেলার তীর্থমুখে ডুম্বুর বাঁধ নির্মাণ করে। এরপর ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার বোলংবাসা সহ বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় ডুবে যায়। এর ফলে শত শত পরিবার উদ্বাস্ত হয়ে পড়ে। পরবর্তীতে ১৯৭৬ সালে সরকারি উদ্যোগে দক্ষিণ জেলার রাজনগরে তাদের পুনর্বাসন দেওয়া হয়। সেখানে গিয়ে তারা খুবই কষ্টের সঙ্গে দিন যাপন করতে হয়। প্রথম প্রথম বন জঙ্গলের লাকড়ি বিক্রি করে সংসার প্রতিপালন করতে হয়েছিল। যদিও পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন সাহায্য সহযোগিতায় তাদের জীবনযাত্রার মান বদলেছে। তারপরও যে প্রতিশ্রুতিতে তাদের পুনর্বাসন দেওয়ার কথা ছিল আজ ৫০ বছর অতিক্রান্ত হতে চললেও তাদের সেই প্রতিশ্রুতি অনুযায়ী পুনর্বাসন দেওয়া হয়নি। এই নিয়ে ডুম্বুরের উদ্বাস্তরা ক্ষুব্ধ। একান্ত আলাপচারিতায় উদ্বাস্তু পরিবারের এক প্রবীণ সদস্য জানান বোলংবাসা থেকে যখন তাদের উচ্ছেদ হতে হয়েছিল তখন উনার বয়স ছিল ২৫ বছর। সেখানে তার যৌবনকাল খুবই সুন্দরভাবে কাটে। সেখানে কোন কিছুই অভাব ছিল না। কৃষিকাজ, মৎস্য শিকার, পশু পালন সহ একাধিক উপার্জনের রাস্তা ছিল। আজ সবাই অতীত। তিনি আক্ষেপের সুরে জানান রাজ্য সরকার থেকে তারা বিভিন্ন সময়ে নানান সুযোগ সুবিধা পেয়ে থাকলেও কেন্দ্রীয় কংগ্রেস সরকার তাদের বারবারই বঞ্চিত করে রেখেছেন। তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমে ডুম্বুরের উদ্বাস্ত পরিবার গুলিকে সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
182