প্রতিনিধি ধর্মনগর,
রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কৃষি ও কৃষক কল্যানে মিশন মুডে কাজ করে চলছে সরকার , দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর চিন্তাধারা কৃষকদের আয় দ্বিগুণ করা কিষান সম্মান নিধি থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়, ভর্তুকি মূল্যে যন্ত্রপাতি বিতরণ, কৃষিতে আধুনিকীকরণ, উন্নত সেচ ব্যবস্থা, বিজ্ঞান ভিত্তিতে চাষাবাদ, কৃষিবিজ্ঞান কেন্দ্র স্থাপন, সয়েল টেস্টিং ভ্যান গ্রামে গ্রামে গিয়ে মাটির পরীক্ষা কারণ, সরকারি অফিসগুলোতে সঠিক সময়ে সার বীজ দেওয়া সবকিছু সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের কল্যানে
কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ ধর্মনগরের প্রত্যেকরায় কমিউনিটি হলে কৃষকদের নিয়ে অনুষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে সাধারণ কৃষক ছাড়াও ফার্মার্স ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন। এদের মধ্যে পাওয়ার টিলার , ধান কাটার মেশিন, ধান রোপনের মেশিন, ধান মাড়াই মেশিন ইত্যাদি বিতরণ করা হয়। এই সমস্ত যন্ত্রপাতি পেয়ে কৃষকরা দারুণ খুশি। পরে প্রত্যেকরায়ে ধান রোপন কর্মসূচিতেও অংশ নিয়েছি ।এখানে কৃষকের পরিবারের লোকজনেরা মাদল, খোল, করতাল বাজিয়ে নেচে নেচে ধান রোপনকে উৎসব হিসেবে ধরে নিয়ে আল বেয়ে গান গাইছেন। আর স্বামী, পুত্রসহ পরিবারের লোকজনেরা খেতে ধানের চারা রোপন করছেন। ধানের চারা গাছকে ঈশ্বর প্রীতিতে রোপনের দৃশ্য ছিল চোখে পরার মতো। কৃষির প্রতি তাদের আবেগ, আনন্দ, তাদের আগ্রহ উপস্থিত নেতৃত্ব আপ্লুত। রাজ্যের আপামর কৃষকদের সার্বিক সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ ।
রাজ্যকে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে ধর্মনগরে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে: রতন
160
previous post