প্রতিনিধি কৈলাসহর:-কৃষি কাজে যুক্ত কৃষকদের উৎসাহিত করতে ও কৃষিজাত ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর জনকল্যাণমুখী গুচ্ছ প্রকল্প রূপায়িত করছে।
তার লক্ষ্যে আজ ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে ঊনকোটি জেলার কৃষকদের হাতে বিনামূল্যে কৃষিজাত যন্ত্রপাতি,গাছের চারা ও বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়েছে।মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস,জেলা সভাধিপতি অমলেন্দু দাস, বিশিষ্ট সমাজকর্মী পবিত্র দেবনাথ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকরা।আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দুটো ফার্মার্স ক্লাবকে ১০ লক্ষ টাকা করে ২০ লক্ষ টাকা প্রদান করা হয় এবং কুড়ি জন কৃষকের হাতে স্প্রে মেশিন তুলে দেওয়ার পাশাপাশি প্রায় ৫ শতাধিক কৃষককে সুপারি, আম,লেবু এবং নারিকেলের চারা বিতরণ করা হয়। পাশাপাশি ফটিকরায়কে স্বচ্ছ এবং সুন্দর রাখতে ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিব দাসের নেতৃত্বে প্রতিদিন ভোরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।একদল উদ্যমী যুবকদের স্বচ্ছ ভাবনায় ফটিকরায় ক্রমশই স্বচ্ছতার পরিচয় বহন করে চলেছে। একটানা ৮৫ দিন যাবত তাদের স্বচ্ছতার কর্মসূচি রূপায়িত করে চলেছেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে স্বচ্ছতার সৈনিকদের হাতে সাফাই অভিযানের প্রয়োজনে বিভিন্ন সামগ্রী সহ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয় আগামী দিনে আরো ভালো কাজের জন্য।এই অনুষ্ঠান থেকে কৃষক বন্ধুদের সাহায্যার্থে যে স্প্রে মেশিন এবং বিভিন্ন কৃষি সামগ্রী তুলে দেওয়া হয়েছে এর ফলে তাদের অনেকটাই উপকার হবে বলে জানিয়েছেন সকলে।
কৃষক কল্যানে কৃষি যন্ত্রপাতি বিতরন
171
previous post