প্রতিনিধি তেলিয়ামুড়া । জরুরী নথি সহ টাকা পয়সা খোয়া গেল ২ বাংলাদেশি পর্যটকের। ঘটনা বৃহস্পতিবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে । উল্লেখ্য , আশরাফ হোসেন এবং মাহমুদুল্লাহ হাসান নামের দুই বাংলাদেশি পর্যটক ভারতে এসেছিলেন চলতি মাসের ৫ তারিখ । ভারতে অবস্থানকালে শিলং , গৌহাটি সহ বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেছেন ওনারা । ভ্রমণ শেষে আগরতলা হয়ে বাংলাদেশ ফিরে যাবার পথে ঘটল এই ঘটনা । অভিযোগ , ট্রেনে করে যাওয়ার সময় তেলিয়ামুড়া রেলস্টেশনে ঢোকার একটু আগে চলতি ট্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক যুবক তাদের মধ্যে মাহমুদুল্লাহর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় । ঘটনায় হতবাক হয়ে যায় দুই তরুণ বাংলাদেশী পর্যটক । এর পর স্থানীয়দের সহায়তায় তেলিয়ামুড়া থানায় এসে সংশ্লিষ্ট ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন দুই বাংলাদেশী পর্যটক । সাংবাদিকদের সাথে কথা বলার সময় পর্যটকদের দাবি , তাদের যে ব্যাগটা ছিনতাই করা হয়েছে তার মধ্যে আন্তর্জাতিক এ.টি.এম কার্ড সহ তাদের প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র এবং ভারত ও বাংলাদেশের কিছু টাকা ছিল । পাশাপাশি তাদের আবেদন থানা কর্তৃপক্ষ উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করে তাদের এই প্রয়োজনীয় কাগজপত্র গুলো সহ ব্যাগ উদ্ধার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা যেন পালন করে ।
এ ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অফিসার প্রসুন কান্তি ত্রিপুরা জানান, রেল পুলিশ পুরো বিষয়টি তেলিয়ামুড়া থানা কে অবগত করেছে। যেহেতু ঘটনাটি ঘটেছে জিআরপি থানা এলাকাতে। সেহেতু পুরো বিষয়টি এখন তদন্ত করে দেখবে রেল পুলিশই। তবে বাংলাদেশের পর্যটকরা বৈধ ভিসা নিয়ে ভারতবর্ষে এসেছে ভ্রমণ করতে। সেহেতু আমাদের যেখানেই প্রয়োজন রেল পুলিশ কে আমরা সহযোগিতা করব।
জরুরী নথি সহ টাকা পয়সা খোয়া গেল ২ বাংলাদেশি পর্যটকের।
109