প্রতিনিধি মোহনপুর:-সিধাই থানার ওসি সিদ্ধার্থ শংকর কর উরফে কুট্টি দারোগা কারো সাথে দেখা করবেন কিনা তা নির্ভর করছে থানার সাব ইন্সপেক্টর মৌসুমী দেববর্মার ইচ্ছা অনিচ্ছার উপর। তিনি চাইলে ওসির সাথে দেখা করাবেন। না চাইলে পত্রপাঠ বিদায় করে দেবেন। এমনি ঘটনা ঘটালেন কর্মরত সাংবাদিকের সাথে। ওসির সাথে দেখা করতে গেলে মৌসুমী দেববর্মা অনুমতি দেননি। অবশেষে ওসির সাথে দেখা না করেই ফিরতে হলো কর্মরত সাংবাদিককে।
বুধবার দুপুর আনুমানিক একটা। সিধাই থানার ওসির কক্ষে এসডিপিও বিজয় সেন এবং ওসি সিদ্ধার্থ শংকর কর উপস্থিত ছিলেন। প্রতিবেদক থানার জিডি অফিসার মৌসুমী দেববর্মার কাছে অনুরোধ করেন ওসি সাথে সাক্ষাৎ করার জন্য। ওসি এবং এসডিপিও গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত থাকায় দেখা করার অনুরোধ খারিজ করে দেন সাব ইন্সপেক্টর মৌসুমী দেববর্মা। তিনি বলেন কিছুক্ষণ অপেক্ষা করতে। সেই অপেক্ষা প্রায় কুড়ি মিনিট অতিক্রম হওয়ার পর জিডি অফিসার এসআই মৌসুমী দেববর্মা নিজেই চেয়ার ছেড়ে চলে যান। এদিকে ওসির সাথে সাক্ষাৎ করার প্রয়োজনে তীর্থের কাকের মত বসেছিল প্রতিবেদক। অবশেষে থানার ওপর সাব ইন্সপেক্টর রতন দেববর্মা এসে জানান থানার বড়বাবু বেরিয়ে গেছেন। স্বাভাবিকভাবেই অপমানের বোঝা মাথায় নিয়ে বেরিয়ে আসা ছাড়া আর কোন পথ ছিল না সাংবাদিকের কাছে। খবর ছিল সিধাই থানা থেকে ঢিল ছড়া দূরত্বে বিজয়নগর গ্রামে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী চার বাংলাদেশি জঙ্গলে অবস্থান করছে। স্থানীয়রা এই খবরটি সিধিই থানায় ফোনে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে কোন সাড়া না পাওয়ায় উনার সাংবাদিকদের সাহায্য নেন। এই বিষয়ে থানার ওসিকে অবগত করতে গিয়ে কর্তব্যরত জিডি অফিসার মৌসুমী দেববর্মার কাছে রীতিমতো অপমানিত হয়ে ফিরতে হলো সাংবাদিককে। এই ঘটনায় এটা স্পষ্ট এলাকার দরিদ্র নিরক্ষর সাধারণ মানুষ সিধাই থানাতে আইনি পরিষেবা নিতে গিয়ে কি ধরনের লাঞ্ছনা শিকার হচ্ছেন। থানা জিডি অফিসারের এই খামখেয়ালিতে বুধবার বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী চার বাংলাদেশি পরবর্তী সময়ে গাড়িতে চেপে রাজ্যের ভেতর প্রবেশ করতে সক্ষম হয়েছে। প্রশ্ন উঠছে এই ঘটনার দায়ভার কে নেবে?
সিধাই থানার ওসি কারো সাথে সাক্ষাৎতের বিষয় নির্ণয় করছেন এস আই মৌসুমী দেববর্মা
139