
প্রতিনিধি,গন্ডাছড়া ১০ আগষ্ট:- স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগে খুশি মহকুমাবাসী। গোটা রাজ্যের সাথে ধলাই জেলার প্রত্যন্ত ডুম্বুরনগর আইসিডিএস প্রকল্পের অধীনেও শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হয়। এতদিন ধরে ডুম্বুরনগর আইসিডিএস প্রকল্পের অধীন ২৬টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং ৩৮টি কেন্দ্রে সহায়িকা ছিল না। যদিওবা এতদিন বিকল্প কর্মীদের দ্বারা কাজ চালানো হত। অবশেষে রাজ্য সরকার এইসব কেন্দ্র গুলিতে শূন্য পদ পূরণ করায় দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়। উল্লেখ্য গত ১৯ জুন থেকে ২৪ জুন পর্যন্ত শূন্য পদের জন্য সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকার গ্রহণের মাত্র দেড় মাসের মধ্যেই ভাগ্যবানদের হাতে নিয়োগপত্র প্রদান করা হয়। এই বিষয়ে গন্ডাছড়া সিডিপিও জানান ডুম্বুরনগর আইসিডিএস প্রজেক্টের অধীন ২৪৯টি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। এর মধ্যে সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ-নীতির মাধ্যমে বর্তমানে ২৬ টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং ৩৮টি কেন্দ্রে সহায়িকা নিয়োগ করা হয়। উল্লেখ্য বর্তমান সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে পড়াশোনার আরো ভালো পরিবেশ এবং কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষ দারুণ খুশি।