প্রতিনিধি,গন্ডাছড়া ১১ জানুয়ারি:- ৪৪ রাইমাভ্যালী বিধানসভার রিটার্নিং অফিসার তথা গন্ডাছড়া মহকুমা শাসকের উদ্যোগে গন্ডাছড়া বাজার সংলগ্ন দুর্গাবাড়ি প্রাঙ্গনে মিশন জিরো ফুল বায়োলেন্স এবং ৯২৯ নিয়ে বুধবার এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ৪৪ রাইমাভ্যালী বিধানসভার রিটার্নিং অফিসার তথা গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস, গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা,রইস্যাবাড়ি আরডি ব্লকের বিডিও, ডুম্বুরনগর আরডি ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও, আধা সামরিক বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন রাজনীতির দলের সভাপতি, সম্পাদক, এনজিও এবং ক্লাবের সভাপতিরা। সেখানে রিটার্নিং অফিসার তথা গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস ২০২৩ বিধানসভা নির্বাচন যাহাতে শান্তিপূর্ণভাবে হয় তার উপর গুরুত্ব আরোপ করে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া প্রত্যেক ভোটাররা যাতে নিজ নিজ ভোট দিতে পারেন এবং গত ২০১৮ বিধানসভা নির্বাচনে যে ৯২৯টি ফুলিংস্টেশন ভোট কম পড়েছে, এবারের নির্বাচনে যাতে এমনটা না হয় এই বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে লক্ষ্য রাখতে হবে।
গন্ডাছড়া বাজার সংলগ্ন দুর্গাবাড়ি প্রাঙ্গনে মিশন জিরো ফুল বায়োলেন্স এবং ৯২৯ নিয়ে বুধবার এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়
by admin
written by admin
124
previous post