Home » স্বামীকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন স্ত্রীর

স্বামীকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন স্ত্রীর

by admin
  • প্রতিনিধি, বিশালগড় । চড়িলাম উত্তর ব্রজপুরের অনিল দেবনাথ (৪০)। পেশায় কাঠমিস্ত্রি। বিপিএল ভুক্ত পরিবার। ব্রেইন টিউমারের যন্ত্রণায় কাতরাচ্ছে বিছানায়। দ্রুত চিকিৎসা না করলে বাঁচানো অসম্ভব। কিন্তু চিকিৎসায় দরকার সাত লাখ টাকা। নুন আনতে পান্তা ফুরানোর দশা পরিবারের। এই টাকা জোগাড় করা অসম্ভব। স্ত্রী রিঙ্কু দেবনাথ হাত জোর করে স্বামীর প্রাণ ভিক্ষা চাইছেন। অনেকে সাহায্যের হাত বাড়িয়েছেন। কিন্তু এতো পরিমাণ টাকা জোগাড় হচ্ছে না। ১০ বছর আগে সাথে সামাজিক রীতিতে বড়জলার রিঙ্কুর সঙ্গে বিয়ে হয় অনিলের। পিতা নিতাই দেবনাথের মৃত্যুর পর অনিল দেখভাল করতেন পরিবারটিকে। দিনমজুরি কাজ করে মা এবং স্ত্রীকে নিয়ে কোনক্রমে চলতো তাদের সংসার । সাত বছর আগে হঠাৎ অনিল অসুস্থ হয়ে পড়ে। সব রকম পরীক্ষা-নিরীক্ষার পর ডক্টর জানায় অনিলের মাথায় রয়েছে টিউমার। রেফার করা হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সোনাদানা গরু বাছুর বিক্রি করে ধারদেনা করে অপারেশন করা হয় অনিলের । প্রাণে বেঁচে ফিরে অনিল। পরবর্তী সময়ে সুস্হ হয়ে সংসার প্রতিপালনে ফের শুরু করে দিনমুজুরির কাজ। কিন্তু গত কয়েকমাস আগে প্রচন্ড জ্বর আসে অনীলের শরীরে। সঙ্গে অসহনীয় মাথা ব্যথাও। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। চিকিৎসক স্পষ্ট জানিয়ে দেয় অনিলের মাথায় রয়েছে দুটো টিউমার। করতে হবে অপারেশন। কলকাতার হাসপাতালে করাতে হবে টিউমার অপারেশন। ফের বিপাকে পড়েছে পরিবারটি। ছেলেকে বাঁচানোর জন্য বৃদ্ধা মা ভিক্ষে করছে মানুষের দুয়ারে দুয়ারে। অসুস্থ স্বামীকে বাঁচাতে দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার । এখন দেখার অসহায় রিংকুর দিকে ফিরে তাকায় কিনা রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী । সকলের সহযোগিতা পেলে আবার সুস্থ হয়ে ওঠবে অনিল। রক্ষা পাবে রিঙ্কুর সিঁথির সিঁদুর।

You may also like

Leave a Comment