Home » বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের সূচনা কুমারঘাটে

বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের সূচনা কুমারঘাটে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-পরিবেশ রক্ষা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা করলো
কুমারঘাট ব্লক এলাকায় স্থাপিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট।যার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ইতিমধ্যেই।কুমারঘাট আরডি ব্লকে স্থাপিত প্লাস্টিক ওয়েস্ট মেনেজমেন্ট ইউনিের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে,পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব কুন্তলা দাস এবং জেলাশাসক তমাল মজুমদারের হাত ধরে এই প্রকল্পের সূচনা হয়েছে।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, শ্রেণিবিন্যাস ও পুনঃব্যবহারযোগ্য উপাদানে রূপান্তর করা।যা পরিবেশ বান্ধব জীবনযাত্রা গড়ে তোলতে সহায়ক হবে।
এর পাশাপাশি স্থানীয় যুব ও স্বনির্ভর গোষ্ঠীদের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে।দীর্ঘ প্রতিক্ষিত এই উদ্যোগের বাস্তবায়ন এবং তার রূপায়ণ আগামীতে প্লাস্টিক ওয়েস্ট মেনেজমেন্ট ব্যাবস্থাপনা কে নতুন দিশা দেখাবে।

You may also like

Leave a Comment