উদয়পুর প্রতিনিধি : দুর্গাপূজার মধ্যেও উদয়পুরে পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে । বর্তমানে নেশার রমরমা বাণিজ্য তৈরি হয়েছে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের গর্জি এলাকায় । পুলিশ গোপন সংবাদের ভিত্তির উপর দাঁড়িয়ে নেশা বিরোধী অভিযান চালিয়েছে গর্জিতে । পুলিশ জানাই এই নেশা বিরোধী অভিযানে এক বাড়িতে অভিযান চালিয়ে বিলাতী মদ উদ্ধার করে পুলিশ । বর্তমানে বিভিন্ন মদের দোকান শহর এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে দুর্গাপূজাকে কেন্দ্র করে । অবৈধ মদ ব্যবসায়ীরা তাদের মুনাফা অর্জন করার জন্য বাড়িতে নিয়ে রেখে দিচ্ছে মদের কার্টুন । পুলিশ প্রতিনিয়ত অভিযান চালিয়ে অবৈধ মদ উদ্ধার করছে । এই অভিযানে নেতৃত্ব দিয়েছে ডিএসপি নির্মাণ দাস সহ টিএস আর ও পুলিশকর্মীরা । মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা জানিয়েছে , বাজেয়াপ্ত মদের বাজার মূল্য প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা হবে। জানা যায় এই মদগুলি গর্জি এলাকার বিভিন্ন গ্রামীন এলাকায় বসবাসকারী বিভিন্ন নেশা সেবনকারীদের মধ্যে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছিল । এদিন পুলিশের এই মদবিরোধী অভিযানে সাফল্যতে খুশি সাধারণ মানুষ।
দুর্গাপূজার মধ্যেও উদয়পুরে পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে ।
86