ধর্মনগর প্রতিনিধি।
আজ অর্থাৎ বুধবার পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার জেলা সদর করিমগঞ্জ ৩ রাজ্যের পুলিশ সুপারের নিয়ে আসন্ন ১৮ তম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী, করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম ডেড এবং মিজোরাম রাজ্যের মানিক জেলার পুলিশ সুপার অপু খানপুই। এই বৈঠকে রাজ্যের সীমান্তবর্তী নাকা পয়েন্টগুলি কে কঠোরভাবে কার্যকর করার, ড্রাগ কারবারি দেয় দৌরাত্ম ্য যাতে বৃদ্ধি না পায় তা বন্ধ করা, সীমান্তবর্তী এলাকা দিয়ে রাজ্যে প্রবেশ বা বের হওয়ার ক্ষেত্রে নেশ জাতীয় দ্রব্যের বিশেষ করে অ্যালকোহলিক দ্রব্যের পাচার সম্পূর্ণ ব্যবহার বন্ধ করে দেওয়া, অসামাজিক কার্যকলাপ যেগুলি সাধারণ মানুষের জন্য ধ্বংসের বা সমাজের ক্ষেত্রে ধ্বংসাত্মক সেইসব কার্যকলাপ সংগ্রহ করে বন্ধ করে দেওয়া, বহি রাজ্য থেকে অবৈধ জিনিসপত্রের আদান-প্রদান যাতে না হয় তার প্রতি খেয়াল রাখা এবং দুষ্কৃতীরা যারা লোকসভা নির্বাচনের সময় কে সামনে রেখে দৌরাত্মবৃদ্ধি এবং অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে সেই সব থেকে কেমন করে মুক্ত করা যায় তা নিয়ে তিন রাজ্যের এসপি পর্যায়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। তারমানে আজকের পর থেকে যে বহিরাজের সাথে না কাপ পয়েন্টগুলি রয়েছে তার সাথে ত্রিপুরা রাজ্যের নাকা পয়েন্টগুলি আরো অধিক কার্যকর হবে বলে আশা করা যায়।
আসামের করিমগঞ্জ জেলায় তিন রাজ্যের এসপি পর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
111
previous post