প্রতিনিধি, গন্ডাছড়া ১০ এপ্রিল:- বাংলা নববর্ষ’কে সামনে রেখে গন্ডাছড়া মহকুমার জনপ্রিয় ম্যাগাজিন ডুম্বুর বার্তার উদ্যোগে ডুম্বুর নগর আইসিডিএস প্রজেক্টের সহায়তায় বুধবার এক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মহকুমার রানি পুকুর ভিলেজের সদানন্দ পাড়ার রাম মন্দির প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এলাকার শতাধিক শিশুদের মধ্যে জামা,কাপড়, স্কুল ব্যাগ, জুতা, মোজা প্রভৃতি জিনিসপত্র বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পাড়ার চৌধুরী সদানন্দ রিয়াং সহ এলাকার বিশিষ্টজনেরা। জামা কাপড় বিতরণ শেষে চৌধুরী শ্রী রিয়াং জানান ডুম্বুর বার্তা ম্যাগাজিন কর্তৃপক্ষ সদানন্দ পাড়ার উন্নতির জন্য বিগত দিনে রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ, পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বর্তমানেও উক্ত ম্যাগাজিন কর্তৃপক্ষ পাড়ার উন্নতির জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ভাবে কাজ করে যাবেন বলে তার বিশ্বাস। তিনি আরো জানান এদিন পাড়ার শতাধিক শিশুদের মধ্যে যেভাবে বিভিন্ন জিনিসপত্র বিতরণ করেছেন সত্যি অর্থে তাহা প্রশংসার দাবি রাখে। এর জন্য চৌধুরী সদানন্দ রিয়াং ডুম্বুর বার্তার দীর্ঘায়ু কামনার পাশাপাশি আগামী দিনেও এই ধরনের সামাজিক কাজ কর্ম আরো বেশি বেশি করে করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এই দিনের ডুম্বুর বার্তার সামাজিক অনুষ্ঠান’কে ঘিরে শিশুদের মধ্যে দারুন সাড়া পড়ে।
112