প্রতিনিধি, উদয়পুর :-
কাজল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সোসাইটি ও সনাতন জ্যোতিষ কলেজের উদ্যোগ ১১ তম জ্যোতিষ সম্মেলন সমাবেশ অনুষ্ঠিত হয় উদয়পুর রাম ঠাকুর সেবা মন্দিরে । মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে জ্যোতিষ সম্মেলন সমাবেশের শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন রাম ঠাকুর সেবা মন্দিরের সম্পাদক থেকে শুরু করে জ্যোতিষ সম্মেলনে আগত বিভিন্ন নেতৃত্বরা । এই দিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন , আজ থেকে দীর্ঘ বহু বছর আগে পূর্বপুরুষেরা কোন সন্তান জন্মগ্রহণ করার পর কুষ্টি তৈরি করতো জ্যোতিষের মাধ্যমে । কিন্তু বর্তমান বিজ্ঞানের যুগে জ্যোতিষ শাস্ত্রমতে এখনো কুষ্টি বিচার থেকে শুরু করে কোন শুভ কাজে জ্যোতিষী এর মাধ্যমে গ্রহ-নক্ষত্র বিচার করা তার প্রচলন রয়ে গিয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই বিজ্ঞানের যুগেও একাংশ যুবক যুবতীরা জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশুনা করছে। মন্ত্রী বলেন এই ধরনের সমাবেশের মধ্য দিয়ে বর্তমান ও যোগের যুবক-যুবতীরা আরও উৎসাহ পাবে বলে তিনি আসা ব্যক্ত করেন। এদিন জ্যোতিষ সম্মেলন সমাবেশে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে জ্যোতিষরা অংশগ্রহণ করে ।