Home » উন্নয়নমূলক কাজ বাধা দেওয়ায় ক্ষুব্ধ মন্ত্রী বিকাশ।

উন্নয়নমূলক কাজ বাধা দেওয়ায় ক্ষুব্ধ মন্ত্রী বিকাশ।

by admin

প্রতিনিধি তেলিয়ামুড়া।১০ ই মার্চ। উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সম্প্রতি মুঙ্গিয়াকামি আর ডি ব্লক এলাকার আঠারো মুড়ার কৃষ্ণ মনি পারায় মুঙ্গীয়া কামিং এলাকার কতিপয় তোল্লাবাজ এলাকার উন্নয়নমুলক কাজ বন্ধ করেদেয়।ঘটনা । কৃষ্ণপর বিধান সভা এলাকার প্রত্যন্ত কৃষ্ণ মণি পাড়ার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি ফুট ব্রিজের। এলাকার মানুষের দাবির প্রতি সহমত পোষণ করে এলাকার বিধায়ক কথা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ফুট ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন।যথা রীতি কাজও চলছিল। আর ডি দপ্তরের অধিনে ঠিকেদারের মাধ্যমে এই কাজ শুরু হয়। শুরু থেকেই এলাকার কিছু মাফিয়া গোষ্ঠী ঠিকেদারের কাছে নগদ টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেয় মাফিয়ারা। খবর পেয়েই এলাকার বিধায়ক তথা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা খোদ ঘটনাস্থলে পৌছান। তিনি ঘটনার সত্যতাও পান। তিনি জানান এলাকার গান্ধী দেববর্মা, বলেন দেববর্মা এবং অশোক দেববর্মা নামে তিন জন এই কাজে বাধা সৃষ্টি করে এবং কাজ বন্ধ করে রাখে। মন্ত্রী বিকাশ দেববর্মা আরও জানান দীর্ঘদিন যাবত এই মাফিয়া গোষ্ঠী এলাকায় বিভিন্ন কাজ থেকে তোল্লা আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি ও পাচারের সংগেও জড়িত রয়েছে। গোটা এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে এই গোষ্ঠীটি৷ বিষয়টি মন্ত্রীর নজরে আসতেই তিনি পুলিশ প্রশাসনের নজরে নেন এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করার জন্য বলেন।
উল্লেখ্য কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামি ও তার আশপাশ এলাকাগুলিতে দীর্ঘদিন ধরেই গান্ধি ও তার কতিপয় একটা ত্রাস চালিয়ে আসছিল। যে কোন উন্নয়ন মুলক কাজ হওক কিংবা অন্য কিছু এই গান্ধী মাফিয়ার অংগুলি হেলনেই চলত। নগদ অর্থ আদায় ভয় ভিতি দেখিয়ে তুল্লা আদায় সহ নানা অসামাজিক কাজ নেশা কারবারিদের সহযোগিতা করার অভিযোগ উঠে আসছিল। এতদিন ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। কিন্তু এবার খোদ মন্ত্রী বিকাশ দেববর্মা এই মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য পদক্ষেপ নিতেই বহু তথ্য বেরিয়ে আসছে। মন্ত্রীর ভূমিকায় সাধারণ মানুষের মধ্যেও সন্তুষ্টি দেখা দিয়েছে।

You may also like

Leave a Comment