Home » চলতি ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

চলতি ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ৯ নভেম্বর:- চলতি ট্রেন থেকে নামতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বছর ৪৫ এর যুবক পল্টু দেবনাথ। তার বাড়ি ধলাই জেলা সালেমা থানাধীন। সে পেশায় একজন টমটম চালক। আগরতলায় ঘর ভাড়া থেকে টমটম চালাত। ঘটনার বিবরনে জানা যায় বৃহস্পতিবার বাড়ির উদ্দেশ্যে আসার জন্য সকাল এগারোটায় আগরতলা-শিলচর গামী ট্রেনে উঠে। দুপুর সাড়ে বারোটা নাগাদ আমবাসা রেল স্টেশনে তার নামার কথা ছিল। কিন্তু এই সময় তিনি ঘুমিয়ে থাকার কারণে তার আর আমবাসা স্টেশনে নামা হলো না। ট্রেনটি আমবাসা স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পর তার ঘুম ভাঙ্গে। এরপর তিনি ভেবেছিলেন ট্রেনটি জহরনগর স্টেশনে স্টপেজ দিলে নেমে পড়বেন। কিন্তু এই দূরপাল্লার ট্রেনটি জহরনগর স্টেশনে স্টপেজ দেয় নি। তখন তিনি চলতি ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতরভাবে জকম হন। ট্রেনের অন্যান্য যাত্রীরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ধর্মনগর রেল পুলিশে খবর দেয়। পরবর্তী সময় ধর্মনগর থেকে আমবাসা থানায় খবর পাঠানো হয়। বিকাল চারটা নাগাদ আমবাসা থানার পুলিশ জহরনগর স্টেশনে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে লাফ দেওয়ার সময় মাথায় ইটের আঘাত লাগে,আর তাতেই তার মৃত্যু ঘটে। এদিকে দুপুর বারোটা চল্লিশ মিনিট নাগাদ ঘটনাটি ঘটলেও পুলিশ ঘটনাস্থলে যেতে বিকাল চারটা লেগে যায়। প্রথমদিকে তার প্রাণ বেঁচে থাকলেও হাসপাতালে নিয়ে আসতে অনেকটা সময় লাগার কারণে হয়তোবা সেখানেই ছটফট করতে করতে তার মৃত্যু ঘটে। শুক্রবার মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে আমবাসা থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। উল্লেখ্য তার স্ত্রী সহ ১১ এবং ১৭ বছরের দুই কন্যা সন্তান হয়েছে। তার এই মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবারে কান্নার রোল পড়ে।

You may also like

Leave a Comment