Home » শিল্প নগরী গড়ে উঠছে শান্তির বাজার খুশি যুবক-যুবতী !

শিল্প নগরী গড়ে উঠছে শান্তির বাজার খুশি যুবক-যুবতী !

by admin

প্রতিনিধি শান্তির বাজার : শিল্প নগরী গড়ে উঠছে শান্তির বাজার খুশি যুবক-যুবতী !

দক্ষিণ জেলার শান্তির বাজার শিল্পের সম্ভাবনাকে এক নতুন দিশা দিতে আজ এক প্রতিনিধি দল শান্তির বাজার পুর পরিষদ এলাকার শীতল মজুমদার পাড়া এবং সুরপাড়া পরিদর্শন করেন । জানা যায় পুরো পরিষদ এলাকায় ঐ দুটি পাড়াতে শিল্প দপ্তরের নিজস্ব জায়গা রয়েছে ।তাই সেই জায়গাকে কাজে লাগিয়ে শিল্পায়নের মাধ্যমে শান্তির বাজার মহকুমাকে শিল্প নগরী গড়ে এক নতুন রূপ দিতে প্রায় ২৫ একর জায়গা নিয়ে শিল্প করার পরিকল্পনা রয়েছে শিল্প দপ্তরের । তাই আজ এই প্রতিনিধি দল ঐ দুটি পাড়ার লোকজনদের সঙ্গে আলোচনা করেন শিল্প দপ্তরের পরিকল্পনা নিয়ে এবং ঐ এলাকার লোকজনদের সাহায্য সহযোগিতা নিয়ে এই দুটি পাড়ায় শিল্প স্থাপন করতে চান বলে জানা যায়। আজকের এই পরিদর্শনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন ডেপুটি ডাইরেক্টর ইন্ডাস্ট্রিয়াল অফ কমার্স, শান্তিরবাজার পুরো পরিষদের পৌর মাতা স্বপ্না বৈদ্য, পুরো পরিষদের ভাই চেয়ারম্যান সত্যব্রত সাহা, মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, কাউন্সিলর নেপাল দাস সহ আরো সরকারি অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজ্যের জনকল্যাণমুখী বিজেপি সরকার শান্তির বাজার মহকুমায় শিল্প স্থাপনের এই ধরনের পরিকল্পনায় খুশি যুবক-যুবতিসহ শান্তির বাজার মহকুমাবাসী।

You may also like

Leave a Comment