Home » পুর পরিষদের উদ্যোগে কৃতি সংবর্ধনা

পুর পরিষদের উদ্যোগে কৃতি সংবর্ধনা

by admin

প্রতিনিধি কৈলাসহর:-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ও সিবিএসসি বোর্ডের পরীক্ষায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশরও বেশি যারা মার্ক পেয়েছেন তাদেরকে আজ কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে কৈলাসহর মহকুমার ৬টি স্কুল পুরস্কার গ্রহণ করেছে।তার মধ্যে নেতাজি বিদ্যাপীঠ হাইয়ার সেকেন্ডারি স্কুল, ভগিনী নিবেদিতা হাইয়ার সেকেন্ডারি স্কুল,বিদ্যানগর হায়ার সেকেন্ডারি স্কুল,রাধা কিশোর ইনস্টিটিউশন, কেন্দ্রীয় বিদ্যালয় এবং শিশু নিকেতন।মোট ৮১ জন ছাত্রছাত্রী আজকের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেছেন।এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়,ভাইস চেয়ারপারসন নীতিশ দে,পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক প্রদীপ সরকার, কেন্দ্রীয় বিদ্যালয়ের আচার্য ঋতুরাজ এবং সভাপতিত্ব করেন পুর পরিষদের কাউন্সিলর তথা বিশিষ্ট শিক্ষাবিদ দীপক পাল।এই অনুষ্ঠানের মাধ্যমে বেস্ট স্কুলের শিরোপা তুলে দেওয়া হয় নেতাজি বিদ্যাপীঠ হাইয়ার সেকেন্ডারি স্কুলকে।যেখানে সর্বমোট ৩৩ জন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ফাস্ট ডিভিশন পেয়েছে।প্রতি বছরের মতোই এবারও পুর পরিষদ কর্তৃপক্ষ এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রেখেছে।

You may also like

Leave a Comment