
প্রতিনিধি, উদয়পুর :-
উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে শুক্রবার দুপুর ২ টায় গোমতী জিলা পরিষদের ১ নং কনফারেন্স হলঘরে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় । এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন , রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । এছাড়া উপস্থিত ছিলেন , গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক , পৌরপরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা । এই দিন পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানান , পৌর পরিষদের ২৩টি ওয়ার্ডের রাস্তাঘাট, পানীয় জল, বৈদ্যুতিক ব্যবস্থা, যানবাহন সংক্রান্ত আলোচনা সহ আরো একাধিক বিষয় নিয়ে আজকের এই পর্যালোচনা বৈঠক । কিভাবে গোটা উদয়পুর শহরকে সাজিয়ে তোলা যায় এবং শহরবাসীকে আরো সুযোগ-সুবিধা প্রদান করা যায় সেদিকে লক্ষ্য রেখে এই বৈঠকে মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে শহর সৌন্দর্যয়ানও স্বচ্ছ এলাকা হিসেবে গড়ে তোলা । এদিনের বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে পৌর পরিষদের বিভিন্ন ২৩টি ওয়ার্ডের ওয়ার্ড কমিশনাররাও উপস্থিত ছিলেন । সবমিলিয়ে এই দিন এই পর্যালোচনা বৈঠকে ঘিরে টানা দুই ঘন্টার বৈঠকে নানা বিষয়ে আলোচনা উঠে আসে বলে জানা যায় ।