Home » সিপাহীজলায় আত্মনির্ভরতার দিশা পেলেন ৩৬ জন বেকার

সিপাহীজলায় আত্মনির্ভরতার দিশা পেলেন ৩৬ জন বেকার

by admin

প্রতিনিধি, বিশালগড়, ।। সিপাহীজলা জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে জেলার ৩৬ জন বেকার যুবকদের মধ্যে অটোর পারমিট বিতরণ করা হয়। শুক্রবার জেলা পরিষদের মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহকারী-সভাধিপতি পিন্টু আইচ, জেলা পরিবহন দপ্তরের এমবিআই সুব্রত দেববর্মা। এদিন সিপাহীজলা জেলার বিভিন্ন ব্লকের মোট ৩৬ জন বেকার যুবকদের মধ্যে অটোর পারমিট বিতরণ করা হয়। ভাষণে জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বেকারদের স্বাবলম্বন করার লক্ষ্যে কাজ করছে। সরকারি চাকরি প্রদানের পাশাপাশি বিকল্প রোজগারের দিশা দেখাচ্ছে সরকার। কাজ হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ নীতিতে। অটো পারমিটের জন্য কাউকে মিছিল মিটিং করতে হয়নি। তিনি বলেন ট্রাফিক বিধি মেনে রাস্তায় যানবাহন চালাবেন। দিন দিন দুর্ঘটনা বাড়ছে। আপনার অসর্কতায় যাত্রীদের বিপদ হতে পারে। সততা নিয়ে কাজ করুন। রোজগারের টাকায় ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ করুন।

You may also like

Leave a Comment