প্রতিনিধি মোহনপুর:- সিধাই থানার অন্তর্গত বড়কাঠাল সহ বিভিন্ন এলাকায় বিজেপি নেতৃত্ব ও সমর্থকদের বাড়িতে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। বিশেষ করে এলাকার প্রথম শাড়ির নেতৃত্বদের বাড়িতে করা হয়েছে ভাঙচুর। রক্তাক্ত হয়েছেন সিমনা বিধানসভার ৪১ নং বুথ সভাপতি অরুন দেববর্মা। তিনি বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।
বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার বড়কাঠাল এলাকায় ছিল গাঁও চলো অভিযান। এই অনুষ্ঠান শেষে বিজেপি দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা বাড়ি ফিরে গেছেন। রাত হতেই নেতৃত্বদের বাড়িতে প্রায় ২৫ থেকে ৩০ টি বাইক গিয়ে শুরু করে আক্রমণ। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর এবং বাইক। বড়কাঠাল এলাকায় হেজামারা ব্লকের বিইসি ভাইস চেয়ারম্যান নিহার দেববর্মার বাড়িতে আক্রমণ করেছে দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর। পাশাপাশি প্রাক্তন মন্ডল সভাপতি যুগেন্দ্র দেববর্মা, বুথ সভাপতি অরুন দেববর্মার বাড়িতেও করা হয়েছে আক্রমণ। অরুণ দেববর্মাকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ তিপ্রামথা দলের দুষ্কৃতীরা এই আক্রমণ সংঘটিত করেছে। আহত অরুন দেববর্মা বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।
বড়কাঠালে বিজেপি নেতৃত্বের বাড়িতে হামলা অভিযোগ মথার দুষ্কৃতীদের দিকে
121