Home » অর্কনীড়ের ব্যবস্থাপনায় সোলার টেকনিশিয়ানদের টুলস কিট প্রদান করে সরকার

অর্কনীড়ের ব্যবস্থাপনায় সোলার টেকনিশিয়ানদের টুলস কিট প্রদান করে সরকার

by admin

প্রতিনিধি, বিশালগড়
, ৯ মার্চ।। কোভিড লকডাউন পরিস্থিতিতে কাজ হারানো অভিবাসী যুবক যুবতীদের বিকল্প রোজগারের দিশা দেখানোর কাজ করছে সরকার। কোভিড পরিস্থিতিতে কাজ হারিয়েছে বহু যুবক যুবতী। কর্মহীন অভিবাসী যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড় করাতে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প রোজগারের দিশা দেখাচ্ছে সরকার। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যের যুবক যুবতীদের সোলার প্যানেল ইনস্টলেশন টেকনিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দপ্তরের সহযোগিতায় রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এন বি আই আর টি পরিচালিত সেকেরকোট স্থিত অর্কনীড়ে পর্যায়ক্রমে বিভিন্ন ব্যাচে সোলার টেকনিশিয়ানের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। লকডাউন পরবর্তী সময়ে ২০২১ সালে ৬০ যুবক যুবতী ৯০ দিনের প্রশিক্ষণ নিয়েছে। সরকারের সহযোগিতায় বিনামূল্যে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এদের অনেকে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। সোলার টেকনিশিয়ান হিসেবে কর্মজীবন আরও মসৃণ করতে এবার রাজের দক্ষতা উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের টুলস কিট প্রদান করা হয়েছে। রবিবার সেকেরকোট স্থিত অর্কনীড়ে ১৩ টি আইটেমের যন্ত্রপাতি সম্বলিত ব্যাগ তুলে দেয়া হয় প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে। প্রতি ব্যাগে প্রায় ১৮ হাজার টাকার যন্ত্রপাতি রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্কনীড়ের সচিব এডভোকেট অভিজিৎ গণ চৌধুরী, সোলার টেকনিশিয়ান ট্রেডের প্রশিক্ষক ই: পি এল ঘোষ, প্রজেক্ট অফিসার অনুপ দে এবং অন্যান্য ট্রেনিং কো অর্ডিনেটরগণ। বক্তব্য রাখতে গিয়ে, ই: পি এল ঘোষ এ ধরনের ট্রেনিং এর গুরুত্ব এবং রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের টুলস কিট দেওয়ার গুরুত্ব তোলে ধরেন। প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতী এমনকি মহিলারা টুলস কিট পেয়ে দারুন খুশি। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা শান্তা, সম্পি দাস সহ সকল প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতী এ ধরনের সুযোগ পেয়েছে বলে অর্কনীড় এবং রাজ্য সরকার কে ধন্যবাদ জানান।

You may also like

Leave a Comment