Home » ভূগর্ভস্থ জল সংরক্ষণের প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো লেম্বু ছড়ায় টি সমিতি হলে

ভূগর্ভস্থ জল সংরক্ষণের প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো লেম্বু ছড়ায় টি সমিতি হলে

by admin

প্রতিনিধি মোহনপুর:- ত্রিপুরায় ভূগর্ভস্থ জল সংরক্ষণ করতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই রাজ্যের আটটি জেলায় ১৯ টি প্রকল্পের মাধ্যমে কাজ করা হচ্ছে। পিএমকেএসওয়াই এই প্রকল্পের অন্তর্গত শুরু হয়েছে জল সংরক্ষণের কাজ। নুডাল এজেন্সি হিসেবে এসএলএনএ ত্রিপুরায় কাজ করছে। চলতি অর্থ বর্ষের মধ্যে সঠিকভাবে কাজ সম্পন্ন করার লক্ষ্যে লেবু ছড়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ।
গোটা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরা রাজ্যে ও ইতিমধ্যেই ভূগোলগ্রস্থ জল সংরক্ষণ নিয়ে কাজ শুরু করেছে সরকার। এই ধরনের একটি প্রকল্প জারি রয়েছে ত্রিপুরাতে। চলতি অর্থ বর্ষের মধ্যে এই প্রকল্পের আওতায় সমস্ত অর্থ সঠিকভাবে ব্যয় করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই দিন। এতে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা, হর্টিকালচার দপ্তরের অধিকর্তা, আরডির আধিকারিক এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা। এধিন মন্ত্রী বলেন রাজ্যে আমাদের রাজ্যে একসময় প্রায় ২৫০টির বেশি ঝর্ণা ছিল। এখনো কিছু কিছু ঝর্ণা রয়েছে। যে সমস্ত ঝর্ণাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে এই প্রকল্পের আওতায় পুনর্জীবিত করার জন্য কাজ করা হবে। পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণ, জলাশয় নির্মাণ এবং জলের প্রবাহ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। আগামী দিনে অন্যান্য রাজ্যের মত ত্রিপুরাতে জলের তীব্র সংকট যাতে না আসে তার জন্যই পূর্ব থেকে এই ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে এদিন বৈঠক শেষে স্পষ্টিকরণ দিলেন মন্ত্রী রতন লাল নাথ।

You may also like

Leave a Comment