Home » শান্তির বাজার নতুনপেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় বাইক ও বাইসাইকেলের সংঘর্ষে আহত দুই।

শান্তির বাজার নতুনপেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় বাইক ও বাইসাইকেলের সংঘর্ষে আহত দুই।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি :ঘটনার বিবরনেজানাযায় সোমবার সন্ধ্যাবেলায় শান্তির বাজার নতুন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় টি আর ০৮ এফ ৭২৬১ নাম্বারে বাইক চালক বিরোজিত রিয়াং ( ২৬ ) অয়ন দেবনাথ নামে এক সাইকেল চালককে সজোরে ধাক্কাদেয়। এতেকরে বাইক চালক বাইকথেকে ও বাইসাইকেলচালক সাইকেলথেকে ছিটকেপরেগিয়ে আহত হয়। দু্র্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিতছিলেন শান্তির বাজার পুরপরিষদের ভাইসচেয়ারম্যান সত্যব্রত সাহা। শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয়ে মহকুমার উন্নয়নমূলক কাজের আলোচনাশেষে ঘরেফেরার পথে তিনি এই দুর্ঘটনা দেখতেপান। দুর্ঘটনাদেখে উনার উদার মানসিকতার পরিচয়দেন। সত্যব্রত সাহা নিজের গাড়ীতে থাকা লোকজনদের নামিয়ে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ঘটনাস্থলথেকে উদ্ধারকরে নিজ গাড়ীকরে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়েযান। দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতেগিয়ে সত্যব্রত সাহা জানান সকলে যেন দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্থ লোকজনদের চিকিৎসা পরিষেবা প্রদানে সাহায্যেরহাতবারিয়েদেন। আজকেরদিনে দুর্ঘটনাগ্রস্থ লোকজনদের এইভাবে সাহায্যের হাতবারিয়ে দেওয়াতে সকলে সত্যব্রত সাহাকে ধন্যবাদজানিয়েছেন।

You may also like

Leave a Comment