প্রতিনিধি, উদয়পুর :- পরিবেশ দূষণের সমস্যা শুধু ভারতেই নয়, সারা বিশ্বে একটি গুরুতর সমস্যা হিসেবে রয়ে গেছে। দূষণের কারণে মানুষকে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। বর্তমানে গাছ কাটা অনেক বেড়ে গেলেও সেই তুলনায় আবাদ কমছে, যার কারণে গত বছরের তুলনায় এ বছর পরিবেশের তাপমাত্রা বেড়েছে, যার কারণে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। সঠিক জল সংরক্ষণের অভাবে ভূগর্ভস্থ জলের স্তর নিচে নামতে শুরু করেছে। এ কারণে অনেক জায়গায় জলের সমস্যা বাড়তে শুরু করেছে। তাই ভারতীয় মজদুর সংঘ এই স্মারকলিপির মাধ্যমে গোমতী জেলাশাসক তড়িৎ কান্তি চাকমার কাছে দাবি করে যে, জেলায় যে সকল প্রকার দূষণ ঘটছে তার প্রতি বিশেষ নজর দিয়ে অবিলম্বে তা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নিম্নলিখিত বিষয়গুলির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হোক।
দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল বায়ু দূষণের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া , এবং এটি হ্রাস করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা , যাতে এটি মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব না ফেলে, এছাড়াও, সমস্ত বড় শহরের গুরুত্বপূর্ণ স্থানে ইলেকট্রনিক বোর্ড স্থাপন করা। নদী ও নালার পানিকে দূষিত হওয়া থেকে রক্ষা করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা ।অপ্রয়োজনীয় গাছ কাটা নিষিদ্ধ করতে হবে এবং বৃক্ষরোপণে বিশেষ নজর দিতে হবে। একক-ব্যবহারের প্লাস্টিক থেকে তৈরি জিনিস বিক্রির উপর অবিলম্বে নিষেধাজ্ঞা থাকা ইত্যাদি। এই দিনের ডেপুটেশানে উপস্থিত ছিলেন , বিএমএসএর গোমতী জেলা সভাপতি গৌতম দাস,ত্রিপুরা প্রদেশের মিডিয়া সেলের ইনচার্জ দ্বিগবিজয় ভাওয়াল , ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের গোমতী জেলার সম্পাদক বিপ্লব বিজয় দে , রাজকুমার নোয়াতিয়া, স্বপন মন্ডল ও কৃষ্ণ বৈদ্য সহ প্রমূখ ।
জেলায় ক্রমবর্ধমান দূষণ এবং তা প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলাশাসকের নিকট ডেপুটেশন বিএমএস এর
155
previous post