প্রতিনিধি,গন্ডাছড়া ৯ এপ্রিল:- বেসরকারি বিদ্যুৎ সংস্থার দায়িত্ব জ্ঞানহীনতার দরুন যেকোনো সময় রতননগর ভিলেজে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ধলাই জেলার প্রত্যন্ত মহকুমা হিসাবে পরিচিত গন্ডাছড়া। আর এই মহকুমার দুর্গম এলাকা হিসাবে পরিচিত রতন নগর এডিসি ভিলেজ। জানা যায় গত বেশ কয়েক বছর ধরে রতননগর ভিলেজের এস.কে পাড়ায় একটি বৈদ্যুতিক খুঁটি বিপজ্জনক অবস্থায় হেলে রয়েছে। বর্তমানে খুঁটি’টি আরও মারাত্মক অবস্থা ধারণ করে আছে। যেকোনো সময় তা ভেঙ্গে পড়তে পারে। এলাকাবাসীরা জানিয়েছেন খুঁটি সাড়াই করার জন্য গন্ডাছড়া বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকো অফিসে একাধিকবার দাবি জানিয়েছেন। তবু কাজের কাজ কিছুই হচ্ছে না। এমতাবস্থায় এলাকার জনজাতিরা বর্ষার আগেই একটা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। তারা এও জানান বিদ্যুৎ না থাকলে পরে গোটা পাড়ায় অন্ধকার নেমে আসবে। তখন পানীয় জলের পাম্প মেশিন গুলিও অকেজো হয়ে পড়বে। দেখা দেবে পানীয় জলের তীব্র সংকট। শুধু তাই না ছাত্র-ছাত্রীদেরও পড়াশোনার ব্যাঘাত করবে। এমতাবস্থায় এলাকার জনজাতিরা ভোটের আগে বিপদজনক কুটি সাড়াই এর আবারো দাবি জানান। এখন দেখার খবর সম্প্রসারিত হওয়ার পর বেসরকারি বিদ্যুৎ সংস্থা বর্ষার আগে খুঁটি সারাইয়ে আগাম কোন ব্যবস্থা গ্রহণ করে কিনা তার দিকে তাকিয়ে আছেন পাড়ার জনজাতিরা।
গন্ডাছড়া এস.কে পাড়ায় বিপদজনক বৈদ্যুতিক খুঁটি, সারাইয়ের দাবি এলাকাবাসীর
by admin
written by admin
213
previous post