Home » উদয়পুর শহরে রাতের আঁধারে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি

উদয়পুর শহরে রাতের আঁধারে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

এবছর ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে গোটা দেশজুড়ে । লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ত্রিপুরায় বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে শুরু করেছে নিরাপত্তার জন্য । একই সাথে উদয়পুরে কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করে নিয়েছে। নিরাপত্তার জন্য বর্তমানে কেন্দ্রীয় বাহিনীদেরকে সাথে নিয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ অফিসার তাদেরকে প্রতিদিন শহরের বিভিন্ন অলি থেকে গলি ও গুরুত্বপূর্ণ সড়ক পথগুলি রোড মার্চ করতে শুরু করেছে । সাধারণ ভোটারদের আশ্বস্ত করতে শুরু করেছে লোকসভা ভোটের শান্তি শৃঙ্খলা ভাবে যাতে মানুষ ভোট দিতে পারে তার জন্য কেন্দ্রীয় বাহিনী প্রতিদিন উদয়পুর শহর সহ তার আশপাশ লাগুয়া বিভিন্ন গ্রামগুলিতে রোড মার্চ করার মধ্য দিয়ে ভোটারদের মনে আশ্বস্ত করছে তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে গোটা শহর ও বিভিন্ন গ্রাম জুড়ে। এই ধরনের দৃশ্য দেখা গিয়েছে উদয়পুর রাধা কিশোরপুর থানা সংলগ্ন সড়কে । এখন থেকে প্রতিদিন সন্ধ্যা রাতে এবং বিকেলবেলায় এই ধরনের চিত্র দেখা যাচ্ছে উদয়পুরে । কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের রোড মার্চ কে কেন্দ্র করে ভোটের আবহ শুরু হয়ে গিয়েছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে ।

You may also like

Leave a Comment