
ধর্মনগর প্রতিনিধি।
শুক্রবার উত্তর জেলা সদর ধর্মনগরে সিআরপিএফ কে নিয়ে শুরু হল রোডমার্চ। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান উত্তর জেলার কাঞ্চনপুর এবং দামছড়াতে ইতিমধ্যে রোডমার্চ শেষ হয়ে গেছে। আজ শুক্রবার ধর্মনগর এই রোডমার্চ সংগঠিত হচ্ছে। আগামীকাল পানিসাগরের রোডমার্চ হবে। ইতিমধ্যে উত্তর জেলাতে ৭ কোম্পানি সিআরপিএফ এসে পৌঁছে গেছে। লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নির্ভীগ্নে করানোর জন্য ভারতের নির্বাচন কমিশনার এর নির্দেশে মানুষকে স্বচ্ছ এবং সঠিক ভোটদানে উৎসাহ প্রদান করা হচ্ছে নির্বাচন কমিশনের মুখ্য উদ্দেশ্য। বিভিন্ন জায়গায় সিআরপিএফ জোয়ানরা গাড়ি চেকিং করছে, নাকা চেকিং পয়েন্টগুলিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। যেসব রাজ্য আমাদের সীমান্তবর্তী প্রতিটি রাজ্যের সাথে যারা প্রবেশ করছে বা বেড়ে যাচ্ছে তাদেরকে চেকিং এর মাধ্যমে প্রবেশ করানো বা নির্গমনের কাজ করে চলেছে। খুব ভালোভাবে সক্রিয় ভূমিকা নিয়ে এরা ইতিমধ্যেই কাজে অবতীর্ণ হয়েছে। স্বচ্ছ নির্ভয়ে এবং নির্ভীক নিয়ে মানুষ যাতে ভোট প্রদান করতে পারে এবং ভোট চরাকালীন অবস্থায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় তা থেকে মানুষকে আশ্বস্ত করতে সিআরপিএফ জোয়ানরা রাজ্যের পুলিশ প্রশাসনের সাথে মিলিতভাবে কাজ করে চলেছে।