ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগর তথা উত্তর জেলা তথা সারা রাজ্য থেকে প্রতিনিয়ত বাইক চুরির ঘটনা ঘটে চলেছে। ইদানিং কালে মেঘালয় থেকে বাইকসহ এক চোরকে ধরে আনতে সমর্থ্য হয়েছিল ধর্মনগর থানার পুলিশ। আজ অর্থাৎ বৃহস্পতিবার ভোর চারটার দিকে রাগনা গ্রাম পঞ্চায়েতের সুলেমান মিয়ার একটি পালসার ১৫০ বাইক চুরি হয়। বাইকটির নাম্বার এইচআর০১ এ এইচ ০৯৭৪। চুরি হওয়ার পর যথারীতি ধর্মনগর থানায় একটি অভিযোগ লিপিবদ্ধ করা হয়। সে অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি নাড়ুগোপাল দেব বাজারে ছড়া থানার ওসির সাথে যোগাযোগ করে এবং বাইকটির নম্বর সেখানকার ওসিকে তদন্তের জন্য পাঠায়। এদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী করিমগঞ্জ জেলার এসপির সাথে যোগাযোগ করে বাইকটির উদ্ধারের জন্য তৎপরতা চালায়। উভয় রাজ্যের পুলিশের যৌথ তৎপরতায় বাজারী ছড়া থেকে বাইকটিকে উদ্ধার করা হয় এবং বাইক চোর হিসাবে রিন্টু দাস বয়স ২৭ বছর বাড়ি কৈলাশহর ঊনকোটি চালায় তাকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী জানান রিন্টু দাসের সাথে আরেকজন ও ছিল সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তদন্তের স্বার্থে পুলিশ আপাতত তার নাম গোপন রাখছে। জানা গেছে এদের সাহায্যে ইদানিং কালে যতসব বাইক চুরি হয়েছে তার একটা চক্র পুলিশের হাতে অতিসত্বর ধরা পড়বে বলে পুলিশ আশাবাদী।
চুরির ২৪ ঘন্টার মধ্যে আসামের বাজারীছড়া থানা থানা থেকে বাইক চোরসহ উদ্ধার বাইক।
120
previous post