প্রতিনিধি, বিশালগড়
বিশালগড় পেস ক্লাবের উদ্যোগে পালিত হলো গুণী সাংবাদিক প্রয়াত রঞ্জিত দেবনাথের পঞ্চম প্রয়াণ দিবস। বৃহস্পতিবার বিকাল ৪ টায় বিশালগড় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রয়াত সাংবাদিক রঞ্জিত দেবনাথ এর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ এবং সম্পাদক তাজুল ইসলাম। এছাড়াও প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর উনার বিদেহি আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় ।
গত পাঁচ বছর পূর্বে এই দিনেই চিরবিদায় নেন বিশালগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তথা বৃহত্তর বিশালগড় মহকুমার সাংবাদিকদের অভিভাবক রঞ্জিত দেবনাথ। একাধারে সাংবাদিক, কবি, সাহিত্যি জগতে তাঁর বিচরণ ছিল । প্রাচীন থেকে সমকালীন – বাংলা সাহিত্যে অগাধ দখল ছিল । কিন্তু এই পাণ্ডিত্য কখনোই কোথাও জাহির করেননি। সময় পেলে লিখতেন কবিতা, গল্প। গাইতেন রবীন্দ্র সঙ্গীত।
প্রয়াণ দিবসে সাংবাদিক রঞ্জিত দেবনাথকে শ্রদ্ধাঞ্জলি
99