Home » জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত।

জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
বৃহস্পতিবার জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে লিগ্যাল সার্ভিসেস ডে উপলক্ষে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। যুবরাজনগর ব্লকের অধীন বালি ধুম এডিসি ভিলেজে ।রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট রমেন্দ্র দেবনাথ ।তিনি আইন সেবা কমিটির বিভিন্ন কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করেন ।লিগাল সার্ভিসের মাধ্যমে উপজাতি অংশের জনগণ কেমন করে আইনের সাহায্য পেয়ে থাকেন। আইনগত কোন সমস্যা সমাধানে যেন জেলা আইনসভা কমিটি, অফিসে অবশ্যই যোগাযোগ করেন অনুষ্ঠানে উপজাতিদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ ্য এছাড়া উপস্থিত ছিলেন পি এল ভি চিরঞ্জিত মালাকার

You may also like

Leave a Comment