Home » বিশালগড়ে বজ্রাঘাতে হতাহত ৬

বিশালগড়ে বজ্রাঘাতে হতাহত ৬

by admin

প্রতিনিধি, বিশালগড় , ।। জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে ঝলসে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এক ব্যাক্তি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহকুমার গোলাঘাটিতে। মৃত ব্যাক্তির নাম বাদল দে (৬০)। তিনি পেশায় কৃষক ছিলেন। এছাড়া সার ঔষধের ব্যবসা করতেন তিনি । এদিন দুপুরে মুশলধারে বৃষ্টির পাশাপাশি শুরু হয় বজ্রপাত। তখন গোলাঘাটির সদারাম হাটির বাদল দে জমিতে কাজ করছিলেন। সঙ্গে কয়েকজন শ্রমিক ছিলেন। বৃষ্টি নামতেই শ্রমিকদের বাড়িতে পাঠিয়ে দেন তিনি। জমির কাজ গুছিয়ে বাড়িতে ফিরার পথে বজ্রাঘাতে ঝলসে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পাশের জমিতে কর্মরত শ্রমিকরা বাদল দে’কে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিধায়ক সুশান্ত দেব, বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সহ । বৃষ্টি থামতেই একের পর এক রোগী আসতে থাকে বিশালগড় মহকুমা হাসপাতালে। প্রত্যেকেই বজ্রপাতে আহত হয়েছে। আহতরা হলেন বিশালগড় জাঙ্গালিয়ার অন্তসত্ত্বা বাসন্তী সাহা( ২১),পূর্ব লক্ষীবিলের পবিত্র দাস ( ৬৫), অরবিন্দ নগরের কুলসুম বিবি (২৮), উত্তর ব্রজপুরের সুচিত্রা সরকার ভৌমিক , চাম্পামুড়ার চন্দন দেবনাথ। এরমধ্যে চারজনকে আগরতলা রেফার করা হয়েছে। বিকালে ময়নাতদন্তের পর বাদল দে’র মৃতদেহ গোলাঘাটিতে নিয়ে যাওয়া হয়। ফুল মালায় অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করে গোলাঘাটি বাজারের ব্যবসায়ীরা। বাদল দে ছিলেন বিজেপির কার্যকর্তা। তাঁর স্ত্রী স্থানীয় পঞ্চায়েত মেম্বার। বাড়িতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা, যাদব ঘোষ সহ স্থানীয় নেতৃবৃন্দ । সন্ধ্যা রাতে বুড়িমা নদীর তীরে অন্তিম ক্রিয়া সম্পন্ন হয়। বাদল দে অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন। সহজ সরল নির্ঝঞ্জাট মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র এক কন্যা জামাতা পুত্রবধু নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় পরিজন রেখে গিয়েছেন। তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে পরিবারটিকে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন মহকুমা শাসক বিনয় ভূষণ দাস।

You may also like

Leave a Comment