প্রতিনিধি, বিশালগড় , ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তি উপলক্ষ্যে একমাস ব্যাপি নানা কার্যক্রমের অঙ্গ হিসাবে বৃহস্পতিবার বিভিন্ন উন্নয়ন মূলক নির্মাণ কাজ পরিদর্শন করেন বিজেপির নেতৃত্ব। এই কার্যক্রমের পোশাকি নাম দেয়া হয় বিকাশ তীর্থ। সারা রাজ্যে মন্ত্রী বিধায়ক নেতারা বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন। এদিন গোলাঘাটি বিধানসভার দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন পরিদর্শন করেন বিজেপির সিপাহীজলা (উত্তর) জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা, সহসভাপতি রবীন্দ্র দত্ত সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা। ১৯৯০ সালে হাসপাতালটি পথ চলা শুরু করেছিলো। জরাজীর্ণ বিপদজনক ভবনে চলছে চিকিৎসা পরিষেবা। বর্তমানে নির্মাণ হয়েছে সুদৃশ্য পাকা ভবন। এতে উপকৃত হবে সংশ্লিষ্ট এলাকার নাগরিকরা।শীঘ্রই উদ্বোধন হবে হাসপাতালের নয়া ভবন। এছাড়া গোলাঘাটিতে বিদ্যুৎ এর ৩৩ কেভি সাব স্টেশন নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। এর কাজ শেষ হওয়ার পর পরিষেবা প্রদান শুরু হলে কয়েকটি গ্রামের বিদ্যুৎ যন্ত্রণা লাঘব হবে। এছাড়া টাকারজলায় ৪৫ কোটি টাকা খরচে জওহর নবোদয় স্কুলের পাকাবাড়ি নির্মাণ হয়েছে। বৃহস্পতিবার নবনির্মিত ভবন পরিদর্শন করেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা, সম্পাদক নির্মল দেববর্মা, টাকারজলা মন্ডল সম্পাদক রঞ্জিত দেববর্মা প্রমূখ। বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক পরিদর্শন শেষে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র বিকাশ পুরুষ। প্রধানমন্ত্রীর বিকাশ যাত্রা তরান্বিত করছে রাজ্য সরকার।
111
previous post
কসবেশ্বরী মন্দিরে জল ঢালতেই মুশলধারে বৃষ্টি
next post