
প্রতিনিধি কৈলাসহর:-শিক্ষক বদলির প্রতিবাদে টিলাবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা টিলাবাজার ও বাবুরবাজারের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।প্রাপ্ত সংবাদে জানা যায় যে,টিলাবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কেমিস্ট্রির শিক্ষক বিভাস দত্ত দীর্ঘদিন ধরে টিলাবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কর্তব্য পালন করা আসছেন। খবর নিয়ে জানা যায়,উনাকে টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে কৈলাসহর শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বদলি করা হয়।আর তা মেনে নিতে পারেনি টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা।ছাত্রছাত্রীদের দাবি বিভাস দত্তকে টিলাবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বহাল রাখা হোক অথবা তাদের পঠন-পাঠনের ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত ঘটবে বলে ছাত্র-ছাত্রীরা জানায়।এরই প্রতিবাদে আজ সকাল ৯ টা নাগাদ টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা টিলাবাজার ও বাবুরবাজারের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইরানি থানার বিশাল পুলিশ ও টিএস আর বাহিনী।