ধর্মনগর
ধর্মনগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে ৯ এপ্রিল রবিবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকীভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় । ধর্মনগর মন্ডল যুব মোর্চা সভাপতি রাহুল কিশোর রায় জানান ভারতীয় জনতা পার্টির ৪৪ তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এই রক্তদান শিবির এর আয়োজন করে ধর্মনগর মন্ডল যুব মোর্চা। রক্তদান শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ, যুব মোর্চার অন্যান্য পদাধিকারী ও কর্মীরা ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা । রক্তদান শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ বিবেক সিধু। উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সভাপতি চম্পু সোম সহ অন্যান্য কর্মকর্তারা।মোট ১২০ জন যুব মোর্চার কর্মী রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করে বলে জানান ধর্মনগর মন্ডল যুব মোর্চার সভাপতি রাহুল কিশোর রায়।
ধর্মনগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে ৯ এপ্রিল রবিবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকীভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।
106