প্রতিনিধি , উদয়পুর :-
উদয়পুর পৌর পরিষদ ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে একমাস ব্যাপী পাঁচটি মেঘা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে । এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন হয়েছিল গত ২রা ডিসেম্বর উদয়পুর পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডে । এই মেগা স্বাস্থ্য শিবিরের দ্বিতীয় শিবিরটি অনুষ্ঠিত হয় শুক্রবার বেলা ১০ টায় উদয়পুর পৌর পরিষদের ২০ নং ওয়ার্ডে অবস্থিত শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর নিতাই আশ্রমে । শিবির উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের এসডিএমও নূপুর দেববর্মা, ডাক্তার তানী ভট্টাচার্য সহ এলাকার ওয়ার্ড কাউন্সিলার। স্বাস্থ্য শিবিরে বক্তব্য রাখতে গিয়ে পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বলেন , বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে জোর দিয়েছে । প্রত্যেক পুরবাসীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেদিকে লক্ষ্য রেখে স্বাস্থ্য দপ্তরের এই ধরনের স্বাস্থ্য শিবির প্রতিটি এলাকায় অনুষ্ঠিত হচ্ছে । আর তাতে উপকৃত হচ্ছে নাগরিকরা । আগামী দিনেও এই ধরনের স্বাস্থ্য শিবির করা হবে পৌর এলাকায় । এদিনের স্বাস্থ্য শিবিরে সোনামুড়া চৌহমুনী এলাকার পুরুষ মহিলা ও বাচ্চাদের উপস্থিতি ছিল সারা জাগানো ।