Home » সাজানো বাগানে ছাগল ঢুকতে দেবেন না : সুশান্ত

সাজানো বাগানে ছাগল ঢুকতে দেবেন না : সুশান্ত

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৯ ডিসেম্বর।। বিশালগড়ে সাঙ্গ হলো বিজেপির ছ’দিন ব্যাপি একতা পদযাত্রা। গত চার ডিসেম্বর থেকে ঐক্যবদ্ধ উন্নত শ্রেষ্ঠ বিশালগড় গড়ার আহবানে একতা পদযাত্রা শুরু হয়। বিশালগড়ের গ্রাম থেকে শহর অলিগলি মেঠো পথ পরিক্রমা করে এই পদযাত্রা। কার্যকর্তা এবং সাধারণ মানুষের ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয় একতা পদযাত্রা কে কেন্দ্র করে। মঙ্গলবার পদযাত্রা শেষ অনুষ্ঠিত হয় জনসমাবেশ। মন্ডল কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভায় কার্যত জনঢল পরিলক্ষিত হয়। এখানেও নারী শক্তির জয়। জনসভা স্থল ভরিয়ে দিয়েছে বিশালগড়ের নারীরা। মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, মন্ডল সভাপতি তপন দাস প্রমূখ। মঙ্গলবার অন্তিম দিনের পদযাত্রা নিউমার্কেট নেতাজীনগর আম বাগান প্রভৃতি এলাকা পরিক্রমা করে। নিউমার্কেট রামঠাকুর সেবা মন্দিরে আশীর্বাদ নেন বিধায়ক সুশান্ত দেব। গত ৪ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত টানা ছয় দিনের পদযাত্রা উন্নয়ন আর ঐক্যবদ্ধ বিশালগড়ের বার্তা ছড়িয়েছে। প্রতিদিন ১৫ থেকে ২০ কিলোমিটার পায়ে হেঁটেছেন বিধায়ক সুশান্ত দেবের নেতৃত্বে বিজেপির কার্যকর্তারা। পদযাত্রা অঙ্গ হিসেবে বুথে বুথে ছিল গ্রামীণ খেলার আয়োজন, বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার বিকালে পদযাত্রা সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন ২০২৩ সালে সিপিএম মুক্ত হয়েছে বিশালগড়। প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। গলি থেকে রাজপথ সর্বত্র উন্নয়ন যজ্ঞ চলছে। সংগঠন এবং উন্নয়ন দুটোই চলছে সমানতালে। তিনি বলেন এই সাজানো বাগানে ছাগল ঢুকতে দেওয়া যাবে না। চোখ কান খোলা রাখতে হবে। তিনি আরো বলেন এখানকার এক সিপিএমের নেতা সামাজিক মাধ্যমে বলেছিলেন বিহার না-কি দেশের দিশা ঠিক করবে । বিহারের মানুষ আবার এনডিএ সরকার প্রতিষ্ঠা করেছে। বিহারে নোটার থেকেও কম ভোট পেয়েছে সিপিএম। কংগ্রেস সিপিএমকে সারা দেশের মানুষ প্রত্যাখান করছে। বিশালগড়ের বিজেপির কার্যকর্তারা সজাগ রয়েছে। গণতান্ত্রিক উপায়ে ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত রয়েছে বিজেপির কার্যকর্তারা। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন আমার জীবদ্দশায় সিপিএমকে দেখতে চাই না। কারণ এই সিপিএম গনহত্যার অপরাধী। বীরচন্দ্র মনু থেকে শুরু করে কল্যাণপুর , সাব্রুম থেকে ধর্মনগর মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছে সিপিএম। এই বিশালগড়ে বিধায়ক পরিমল সাহা এবং গৌতম দত্ত খুন হয়েছে। সিপিএম যাদেরকে খুন করেছে সেই কংগ্রেসের নেতারা আজ সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে।গত নির্বাচনে এদেরকে উচিত শিক্ষা দিয়েছে মানুষ। আগামী নির্বাচনেও বিজেপিকে কেউ রুখতে পারবে না। ৬ দিনব্যাপী পদযাত্রা সম্পন্ন করার ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করেছে বিজেপির মন্ডল বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে পঞ্চায়েতের জনপ্রতিনিধি পুরো পরিষদের কাউন্সিলর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যরা। এদিন উপস্থিত কার্যকর্তাদের পুষ্প বৃষ্টিতে সম্মান জানান বিধায়ক সুশান্ত দেব।

You may also like

Leave a Comment