প্রতিনিধি, উদয়পুর :- আস্তা সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার দুপুর বারোটা নাগাদ উদয়পুর ভাঙ্গার পাড় এলাকায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া ছিলেন , গোমতি জিলা সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ সংস্থার সভাপতি সম্পাদক এবং অন্যান্য সদস্য ও সদস্যারা । রক্তদান শিবিরে ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন , রক্তদান হচ্ছে মহৎ দান । প্রতিদিন বিভিন্ন হাসপাতাল গুলিতে জরুরি পরিষেবায় রক্তের খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কিন্তু যেভাবে দুর্ঘটনা বাড়ছে বিভিন্ন হাসপাতালে এই রক্তের চাহিদা মেটাতে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে । এছাড়া মানুষের শরীরে রক্ত একমাত্র মানবদেহে উৎপন্ন হয়। কখনো কোন কলকারখানা অথবা কোন বিভিন্ন কোম্পানিতে এই রক্ত তৈরী করা সম্ভব নয় । তাই যুব সমাজের প্রতি তিনি আহ্বান রাখেন সকলেই যেন রক্তদানে এগিয়ে আসে। আস্থা সামাজিক সংস্থার উদ্যোগে এদিনের এই রক্তদান শিবিরে মোট ২২ জন রক্তদাতা রক্তদানে অংশগ্রহণ করে। প্রত্যেক রক্ত দাতাদের হাতে স্বামী বিবেকানন্দের ছবি তুলে দেন অর্থমন্ত্রী ।
155
previous post
গোমতী জেলায় শ্রমিক সম্পর্ক অভিযান শুরু বিএমএসএর ।
next post