Home » উত্তম ভক্ত চৌমুহনীতে সৌর হিমঘর

উত্তম ভক্ত চৌমুহনীতে সৌর হিমঘর

by admin

, বিশালগড়, ৮ নভেম্বর।। রাজ্যে প্রথম সৌর চালিত হিমঘর নির্মাণ হয়েছে বিশালগড়ের উত্তম ভক্ত চৌমুহনীতে। রবিবার হিমঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
সৌরশক্তিকে কাজে লাগিয়ে অত্যাধুনিক হিমঘর তৈরি করল এনবিআইআরটি। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আর্থিক সহযোগিতায় ১২ লক্ষ টাকা ব্যয়ে ৫ মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন হিমঘর তৈরী হয়েছে । বিশালগড়ের উত্তম ভক্ত চৌমুহনীতে অর্কনীড় এর উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌরশক্তি চালিত হিমঘরের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্কনীড়ের সভাপতি প্রফেসর ডক্টর শান্তিপদগন চৌধুরী সহ পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস, সদর মহকুমা শাসক অরুপ দেব , ডুকলি আর ডি ব্লকের বিডিও সুশান্ত দত্ত প্রমুখ। এই হিমঘরে সুলভ মূল্যে স্থানীয় চাষীরা তাদের উৎপাদিত সবজি ফসল স্টোর করতে পারবে। এই হিমঘর আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সৌর শক্তি দ্বারা সংরক্ষিত বিদ্যুতের দ্বারা চলবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানান অর্কনীড়ের সভাপতি প্রফেসর ডক্টর শান্তিপদ গন চৌধুরী।

You may also like

Leave a Comment