Home » উদয়পুরে প্রতিমা বিসর্জনের দুইটি দশমীঘাট ঘুরে দেখলেন মহকুমা শাসক

উদয়পুরে প্রতিমা বিসর্জনের দুইটি দশমীঘাট ঘুরে দেখলেন মহকুমা শাসক

by admin

প্রতিনিধি , উদয়পুর :-দুর্গাপূজাকে কেন্দ্র করে উদয়পুরে প্রশাসনিক দৌড়ঝাঁপ ব্যাপকভাবে শুরু হয়েছে । বিভিন্ন ক্লাবের প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করেছে । মহা দশমীতে মায়ের বিসর্জন প্রতিবছর দেওয়া হয় গোমতির দুইটি এলাকা দিয়ে তথা উদয়পুর ছনবন লোকনাথ আশ্রম সংলগ্ন গোমতী নদীতে এবং দ্বিতীয়টি হচ্ছে পোল্টি রোড এলাকায় । কিন্তু গত আগস্ট মাসের ২১ তারিখ ঘটে যাওয়া ভয়াবহ বন্যার কারণে পোল্ট্রি রোড এলাকার দশমী ঘাটের নিচে তৈরি হয়েছে বড় ধরনের নদী গর্ত । অন্যদিকে লোকনাথ আশ্রম সংলগ্ন দশমী ঘাটে প্রচন্ড পরিমাণে পলি মাটি জমে যাওয়ার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। এই নিয়ে উদয়পুর মহকুমা শাসক মঙ্গলবার দুপুরে উদয়পুরের দুইটি দশমী ঘাট সরজমিনে পরিদর্শন করেন মহকুমা শাসক ত্রিদিব সরকার । তিনি সংবাদ মাধ্যমকে জানান ইতিমধ্যেই দশমী ঘাটগুলি মেরামত করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পৌর কর্মীরা কাজ শুরু করে দিয়েছে । সর্ব দিক থেকে প্রস্তুত মহকুমা প্রশাসন এবং উদয়পুর পৌর পরিষদ । জানান উদয়পুর মহকুমা শাসক ত্রিদিব সরকার।

You may also like

Leave a Comment