প্রতিনিধি, বিশালগড়, ৮ অক্টোবর।। দেবী দশভুজা দুর্গার আরাধনায় ব্রতী হয়েছে রাজ্যের জনজাতিরা। গোলাঘাটি বিধানসভার জনজাতি অধ্যুষিত গাবর্দি এলাকা প্রবাহমান কালের সনাতনী সংস্কৃতির আধারে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। প্রতি বছর তারা দেবী বন্দনায় ব্রতী হয়। এবারেও ব্যতিক্রম হয়নি। আরম্বরতা না থাকলেও পূজা মন্ডপগুলিতে সাবেকিয়ানার ছোঁয়া থাকে । এবছর আর্থিক কারণে গাবর্দী এলাকার কয়েকটি পূজা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত সকলের সহযোগিতায় দেবী বন্দনায় ব্রতী হয় তারা। আয়োজকদের উৎসাহ প্রদানে সহযোগিতার হাত বাড়ান বিশালগড়ের বিধায়ক তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। মঙ্গলবার দুটি মহিলা পরিচালিত পূজা সহ কয়েকটি পূজায় অর্ঘ্য প্রদান করেন তিনি। আয়োজকদের আপ্যায়নে আমরা সকলে অভিভূত বিধায়ক সুশান্ত দেব বলেন রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষ দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে। জাতি জনজাতি সকল নাগরিকদের সুখ ও সমৃদ্ধি কামনা করেন শ্রী দেব।
104
previous post
লায়ন্স ক্লাবের ব্যাতিক্রমী হাট বাজার
next post