প্রতিনিধি কৈলাসহর:-কৈলাসহর পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্যোগে ৮ই মে বুধবার বার্ষিক দিবস পালিত হয়েছে।মূলত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়েই আজকের এই দিনটি ঊনকোটি কলাক্ষেত্রে পালিত হয়।প্রদীপ প্রজ্জ্বননের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলাশাসক ও সমাহর্তা ডিকে চাকমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল ঋতুরাজ,জেলা শিক্ষাধিকারীক প্রশান্ত ক্লিকদার,কৈলাসহর প্রেসক্লাবের সম্পাদক সুকান্ত চক্রবর্তী ও রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যাপক তরুণ কান্তি সিনহা।স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল ঋতুরাজ।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী যারা ক্রীড়া,সংস্কৃতি এবং শিক্ষাঙ্গনে রাজ্য এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন তাদেরকে সম্মানিত করা হয়।উল্লেখ্য যে,গতবছর দেশের ১ হাজার চারশো কেন্দ্রীয় বিদ্যালয়কে প্রধানমন্ত্রী শ্রী আওতায় আনা হয়েছে।এর মধ্যে কৈলাসহর কেন্দ্রীয় বিদ্যালয়ও রয়েছে। এছাড়াও জহর নবোদয় এবং অন্যান্য কেন্দ্রীয় বিদ্যালয়গুলো রয়েছে।এর মাধ্যমে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে সাহায্য করবে।বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৫৯২ জন ছাত্রছাত্রী অধ্যায়নরত।পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য,সংস্কৃতি চর্চা, ক্রীড়া ইত্যাদি বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সকল বক্তারাই বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানের ভূয়ষী প্রশংসা করেছেন।
118